কিভাবে এখান থেকে পাত্র পাত্রী খুঁজে নিব

কিভাবে এখান থেকে পাত্র পাত্রী খুঁজে নিব

matrimony

আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের হাসি, খুশি, আনন্দ, বিনোদন, ভালোবাসার মাধ্যমে বেঁচে থাকার জন্য জীবনসঙ্গী প্রয়োজন। কিন্তু বিভিন্ন কাজে কর্মে ব্যাস্ততার জন্য বা কোনো কারণে জীবনসঙ্গী খুঁজবার সময় সুযোগ পাচ্ছে না বা অতীয়স্বজন, বন্ধুবান্ধব, ঘটকের কাছে পাত্র পাত্রী খোঁজ নিতে যাচ্ছেন সেগুলো মিলছেনা বা হচ্ছেনা।পাত্র পাত্রী খোঁজ পাবার কোন প্লাটফর্ম পাচ্ছে না হয়তো?  

আমাদের ইচ্ছা হচ্ছে patropatribd.com এমন একটি প্লাটফর্মে রূপ দেয়া যেখানে সবাই যেকোন প্রাপ্ত বয়সের তার জীবনসঙ্গী খুঁজে পাবার জন্য প্রোফাইল তৈরী করে রাখতে পারবে। কাহারো জীবনসঙ্গী প্রয়োজন হলে সে এখান থেকে পাত্র পাত্রী পছন্দ করে খুঁজে পাবে এমন একটা কমিউনিটি তৈরীই হচ্ছে patropatribd.com এর মূল লক্ষ্য। 

এবার কাজের কথায় আসি আপনি চাইলেই patropatribd.com প্রোফাইল তৈরী করে রাখতে পারবেন এবং আপনার প্রোফাইল সবাই দেখবে ও পড়বে, পছন্দ হলে আপনার সাথে কথা বলে যোগাযোগ করবে। এর জন্য আপনাকে আমাদের পাত্র পাত্রী হিসাবে প্রোফাইল তৈরী করে রাখতে হবে 

কিভাবে প্রোফাইল তৈরী করবেন ?

উপরে ডান পাশে ক্রিয়েট ইওর একাউন্ট ফরম আছে

এই ফরমে সব ফিল্ড ঠিক ঠাক তথ্য দিন তারপর নিচে টার্ম এন্ড কন্ডিশনস তে টিক মার্ক দিয়ে ক্রিয়েট একাউন্ট বাটনে চাপ দিন তাহলে আপনাকে সরাসরি আপনার একাউন্টের ড্যাশবোর্ড এ নিয়ে যাবে।  

ইমেইল এবং পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন পরে লগইন করতে লাগবে 

আপনার ইমেইল না থাকলে এভাবে তৈরী করে নিন, ইমেইল ঘরে আপনার নাম কয়েকটি গাণিতিক সংখ্যা @gmail.com  লিখুন। (উদাহরণ: yourname999@gmail.com ) এবং পাসওয়ার্ড ঘরে আপনার মোবাইল নম্বর দিন তাহলে মনে সহজ হবে। 

এই ড্যাশবোর্ডে আপনাকে প্রোফাইল তৈরী করতে হবে এজন্য উপরে বাম পাশে মাই প্রোফাইল বাটনে চাপ দিন তাহলে মাই প্রোফাইল ফরম দেখতে পাবেন। 

এখন আপনার কাজ হচ্ছে ফরমে সব ফিল্ডে সুন্দর করে বিবরণ লিখে আপডেট করা, এবং গ্যালারি তে চাপ দিয়ে সুন্দর সুন্দর ছবি এড করা, এভাবে সব কিছু ঠিক ঠাক মত করে আপনার প্রোফাইল তৈরী করে ফেলুন।

পাত্র পাত্রী টিম প্রোফাইল রিভিউ করে আপনার সাথে মোবাইলে কথা বলে অনুমোদন করবে। তাহলে এখন থেকে আপনিও patropatribd.com এর একজন সদস্য হয়ে গেলেন।  

সদস্য হিসাবে আপনার যা যা কাজ ?

আপনি আপনার ইচ্ছামতো প্রতিদিন বা সপ্তাহে বা পাক্ষিক বা মাসে একবার চেক করবেন।এজন্য উপরে ডান পাশে লগইন বাটনে চাপ দিন, লগইন পেজ আসলে ওখানে আপনার দেয়া ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিচে লগইন বাটনে চাপ দিন আপনার একাউন্ট ওপেন হবে দেখুন কে কে আপনার প্রোফাইল দেখে পছন্দ করে যোগাযোগ করেছে

এক্সপ্রেস ইন্টারেস্টস চেক করা 

উপরে অথবা নিচে নোটিফিকেশন লোগো বাটনে চাপ দিন, কেহ এক্সপ্রেস ইন্টারেস্টস পাঠালে তা দেখতে পাবেন। ইন্টারেস্টস প্রোফাইল দেখা গেলে প্রোফাইলের নামের উপর চাপ দিন. তাঁর সম্পূর্ণ প্রোফাইল ভালোভাবে দেখে নিন

এক্সপ্রেস ইন্টারেস্টস প্রোফাইল রিজেক্ট বা বাতিল  

সম্পূর্ণ প্রোফাইল দেখে পছন্দ না হলে রিজেক্ট বাটনে চাপ দিন বক্স আসলে কন্ফার্ম বাটনে চাপ দিন। তাহলে আপনি তাঁর প্রোফাইল পছন্দ হয়নি তা জানিয়ে দিলেন। 

এক্সপ্রেস ইন্টারেস্টস প্রোফাইল একসেপ্ট বা গ্রহণ

সম্পূর্ণ প্রোফাইল দেখে পছন্দ হলে একসেপ্ট বাটনে চাপ দিন বক্স আসলে কন্ফার্ম বাটনে চাপ দিন। তাহলে আপনি তাঁর প্রোফাইল পছন্দ হয়েছে তা জানিয়ে দিলেন। এখন আপনি ম্যাসেজিং চালু করে যোগাযোগ শুরু করুন। 

ম্যাসেজ আদান প্রদান করে বিস্তারিত জানা 

ম্যাসেজিং বাটনে চাপ দিন তাহলে কে কে ম্যাসেজ পাঠাচ্ছে তা দেখতে পাবেন।মেম্বার তালিকায় প্রোফাইলধারীর নামের উপর চাপ দিন, ম্যাসেজ বক্স আসলে ম্যাসেজ বক্সে ম্যাসেজ লিখে সেন্ড লোগো বাটনে চাপ দিন এভাবে ম্যাসেজ পাঠিয়ে উভয় পক্ষই বিস্তারিত জেনে নিন ম্যাসেজিং এ বিস্তারিত জানার পর ভালো না লাগলে নো থ্যাংক জানিয়ে দিন

মোবাইলে কথা বলা    

যেকোনো পাত্র পাত্রী আপনার প্রোফাইল পছন্দ করে আপনার মোবাইলে কল দিলে আপনার উত্তর জানাবেন প্রয়োজনে তাঁর সম্পূর্ণ প্রোফাইল দেখে তারপর উত্তর জানাবেন।

শর্টলিস্ট তৈরী

আপনার ড্যাশবোর্ডে নিচে ডান পাশে ম্যাচ প্রোফাইল লেখা এর নিচে আপনার প্রোফাইলের পার্টনার এক্সপেকটেশন তথ্যের সাথে স্বয়ংক্রিয়ভাবে মিলে যাওয়া প্রোফাইল গুলি দেখুন, উপরে একটিভ মেম্বার বাটনে চাপ দিয়ে পাত্র পাত্রী প্রোফাইল দেখুন এবং উপরে ডান পাশে অ্যাডভান্স সার্চ লোগো বাটনে চাপ দিন তখন আপনার সামনে অ্যাডভান্স সার্চ দেখাবে ওখানে বৈবাহিক অবস্থা, ধর্ম,  উপজেলা, জেলা, যা আপনি চাচ্ছেন সেটা দেখিয়ে দিয়ে সার্চ বাটনে চাপ দিয়ে পাত্র পাত্রী প্রোফাইল দেখুন, ওখানে ফুল প্রোফাইল বাটনে চাপ দিন তাহলে সম্পূর্ণ প্রোফাইল দেখতে পাবেন। সম্পূর্ণ প্রোফাইল দেখে পছন্দ হলে শর্টলিস্ট বাটনে চাপ দিয়ে শর্টলিস্ট ভুক্ত করে নিন. এভাবে আপনার পছন্দের তালিকা তৈরী করে নিন. 

পছন্দ করা প্রোফাইলে যোগাযোগ করা 

পছন্দ করা প্রোফাইলে যোগাযোগ করতে এক্সপ্রেস ইন্টারেস্টস এবং কন্টাক্ট ইনফো ভিউ কিনতে হবে, এজন্য ড্যাশবোর্ডে থাকা কারেন্ট প্যাকেজ এর নিচে আপগ্রেড প্যাকেজ বাটনে চাপ দিন ওখানে প্রিমিয়াম এ এক্সপ্রেস ইন্টারেস্টস এবং কন্টাক্ট ইনফো ভিউ সুবিধাগুলি দেখে নিচে পারচেস দিস প্যাকেজ বাটনে চাপ দিন. তারপর কোন মাধ্যমে টাকা পাঠাইবেন বিকাশ, নগদ তা নির্বাচন করুন।তারপর উল্লেখিত টাকা পাঠিয়ে তার তথ্য দিয়ে কন্ফার্ম বাটনে চাপ দিনঅথবা প্যাকেজ মূল্য পরিশোধ করে আমাদের ইমেইলে জানিয়ে দিন

পাত্র পাত্রী টিম ৪৮ ঘণ্টার মধ্যে প্রিমিয়াম সুবিধা এক্সপ্রেস ইন্টারেস্টস এবং কন্টাক্ট ইনফো ভিউ প্যাকেজ একটিভ করবে। 

আপনার একাউন্টে কন্টাক্ট ইনফো ভিউ এবং এক্সপ্রেস ইন্টারেস্টস পেয়েছেন তা দেখে নিন. ব্যাস, এখন আপনি আপনার পছন্দ করা প্রোফাইলের সাথে এক্সপ্রেস ইন্টারেস্টস ও ম্যাসেজ আদান প্রদান এবং মোবাইল নম্বর দেখার অনুমতি পেলেন। চলুন যোগাযোগ শুরু করি. 

এক্সপ্রেস ইন্টারেস্টস পাঠান 

সম্পূর্ণ প্রোফাইল দেখে পছন্দ হলে প্রোফাইলের উপরে ডান পাশে লাইক দিস প্রোফাইল এ এক্সপ্রেস ইন্টারেস্টস লোগো বাটনে চাপ দিন বক্স আসলে কন্ফার্ম বাটনে চাপ দিন। তাহলে আপনি তাকে জানালেন যে, আমি আপনার প্রোফাইল দেখে পছন্দ করেছি আপনার বিষয়ে আমার আগ্রহ আছে এখন অপেক্ষা করুন ঐ প্রোফাইলধারী আপনার প্রোফাইল দেখে কি উত্তর দেয়

এক্সপ্রেস ইন্টারেস্টস এর উত্তর জানা  

উপরে অথবা নিচে নোটিফিকেশন লগো বাটনে চাপ দিন. উত্তর দিলে তা দেখতে পাবেন। আপনার প্রোফাইল দেখে পছন্দ না হলে রিজেক্ট করলে বুঝতেই পারছেন। আর যদি আপনার প্রোফাইল দেখে পছন্দ হলে একসেপ্ট করলে আপনি আপনার ম্যাসেজিং চালু করে ম্যাসেজ আদান প্রদান করে যোগাযোগ শুরু করুন।

ম্যাসেজ আদান প্রদান করে বিস্তারিত জানা 

ম্যাসেজিং বাটনে চাপ দিন তাহলে কে কে ম্যাসেজ পাঠাচ্ছে তা দেখতে পাবেন।মেম্বার তালিকায় প্রোফাইলধারীর নামের উপর চাপ দিন, ম্যাসেজ বক্স আসলে ম্যাসেজ বক্সে ম্যাসেজ লিখে সেন্ড লোগো বাটনে চাপ দিন এভাবে ম্যাসেজ পাঠিয়ে উভয় পক্ষই বিস্তারিত জেনে নিন ম্যাসেজিং এ বিস্তারিত জানার পর ভালো না লাগলে নো থ্যাংক জানিয়ে দিন  

মোবাইল নম্বরে যোগাযোগ  

পছন্দ করা প্রোফাইলের কন্টাক্ট ডিটেইলস এ চাপ দিন তাহলে ইমেইল এবং মোবাইল নম্বর লুকানো অবস্থা দেখাবে। এগুলো দেখতে ভিউ কন্টাক্ট ইনফো বাটনে চাপ দিন বক্স আসলে কন্ফার্ম বাটনে চাপ দিন. আবারও কন্টাক্ট ডিটেইলস বাটনে চাপ দিন এবার প্রকাশ্য দেখা যাবে। মোবাইল নম্বরে সরাসরি নিজেরাই কথা বলুন।