প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ও উত্তর

matrimony

কিভাবে প্রোফাইল তৈরী করবো ?

এখানে Create Account লিংকে চাপ দিন অথবা উপরে ডান পাশে ক্রিয়েট ইওর একাউন্ট ফরম আছে ফরমে সব ফিল্ড ঠিক ঠাক তথ্য দিন তারপর নিচে টার্ম এন্ড কন্ডিশনস তে টিক মার্ক দিয়ে ক্রিয়েট একাউন্ট বাটনে চাপ দিন তাহলে আপনাকে সরাসরি আপনার একাউন্টের ড্যাশবোর্ড এ নিয়ে যাবে। দেখুন উপরে বাম পাশে মাই প্রোফাইল বাটনে চাপ দিন মাই প্রোফাইল ফরম আসবে ফরমে সব ফিল্ডে সুন্দর করে বিবরণ লিখে আপডেট করুন এবং গ্যালারি তে চাপ দিয়ে সুন্দর সুন্দর ছবি এড করুন। 

কিভাবে ইমেইল তৈরী করবো?

আপনার ইমেইল না থাকলে এভাবে তৈরী করে নিন। আপনার নাম কয়েকটি গাণিতিক সংখ্যা @gmail.com লিখুন। উদাহরণ: yourname9999@gmail.com

কিভাবে পাসওয়ার্ড তৈরী করবো ?

পাসওয়ার্ড ঘরে আপনার মোবাইল নম্বর দিন ঐ মোবাইল নম্বর ই পাসওয়ার্ড হয়ে যাবে। এটি লগইন করতে লাগে তাই মনে রাখা সহজ হবে। 

কিভাবে লগইন করবো ? 

এখানে Login লিংকে চাপ দিন অথবা উপরে ডান পাশে লগইন বাটনে চাপ দিন ওখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিচে লগইন বাটনে চাপ দিন

কিভাবে ইন্টেরেস্টস প্রেরণ করবো ?

সম্পূর্ণ প্রোফাইল দেখে পছন্দ হলে প্রোফাইলের উপরে ডান পাশে লাইক দিস প্রোফাইল এ এক্সপ্রেস ইন্টারেস্টস লোগো বাটনে চাপ দিন বক্স আসলে কন্ফার্ম বাটনে চাপ দিন। তাহলে আপনি তাকে জানালেন যে, আমি আপনার প্রোফাইল দেখে পছন্দ করেছি আপনার বিষয়ে আমার আগ্রহ আছে 

কিভাবে ইন্টেরেস্টস গ্রহণ করবো ?

উপরে অথবা নিচে নোটিফিকেশন লোগো বাটনে চাপ দিন, কেহ এক্সপ্রেস ইন্টারেস্টস পাঠালে তা দেখতে পাবেন। ইন্টারেস্টস প্রোফাইল দেখা গেলে প্রোফাইলের নামের উপর চাপ দিন. তাঁর সম্পূর্ণ প্রোফাইল ভালোভাবে দেখে পছন্দ হলে একসেপ্ট বাটনে চাপ দিন বক্স আসলে কন্ফার্ম বাটনে চাপ দিন। তাহলে আপনি তাঁর প্রোফাইল পছন্দ হয়েছে তা জানিয়ে দিলেন। 

কিভাবে ইন্টেরেস্টস রিজেক্ট বা বাতিল করবো ? 

সম্পূর্ণ প্রোফাইল দেখে পছন্দ না হলে রিজেক্ট বাটনে চাপ দিন বক্স আসলে কন্ফার্ম বাটনে চাপ দিন। তাহলে আপনি তাঁর প্রোফাইল পছন্দ হয়নি তা জানিয়ে দিলেন। 

কিভাবে ম্যাসেজ আদান প্রদান করে বিস্তারিত জানবো?

উভয়পক্ষ এক্সপ্রেস ইন্টারেস্টস গ্রহণ করার পর ম্যাসেজিং বাটনে চাপ দিন, মেম্বার তালিকায় প্রোফাইলধারীর নামের উপর চাপ দিন, ম্যাসেজ বক্স আসলে ম্যাসেজ বক্সে ম্যাসেজ লিখে সেন্ড লোগো বাটনে চাপ দিন ম্যাসেজিং এ বিস্তারিত জানার পর ভালো না লাগলে নো থ্যাংক জানিয়ে দিন  

কিভাবে মোবাইল নম্বর দেখে যোগাযোগ করবো ?

পছন্দ করা প্রোফাইলের কন্টাক্ট ডিটেইলস এ চাপ দিন তাহলে ইমেইল এবং মোবাইল নম্বর লুকানো অবস্থা দেখাবে। এগুলো দেখতে ভিউ কন্টাক্ট ইনফো বাটনে চাপ দিন বক্স আসলে কন্ফার্ম বাটনে চাপ দিন. আবারও কন্টাক্ট ডিটেইলস বাটনে চাপ দিন এবার প্রকাশ্য দেখা যাবে। মোবাইল নম্বর নিয়ে সরাসরি নিজেরাই কথা বলুন।  

কিভাবে এক্সপ্রেস ইন্টারেস্টস এবং কন্টাক্ট ইনফো ভিউ একটিভ করবো ?

ড্যাশবোর্ডে থাকা কারেন্ট প্যাকেজ এর নিচে আপগ্রেড প্যাকেজ বাটনে চাপ দিন ওখানে প্রিমিয়াম এ এক্সপ্রেস ইন্টারেস্টস এবং কন্টাক্ট ইনফো ভিউ সুবিধাগুলি দেখে নিচে পারচেস দিস প্যাকেজ বাটনে চাপ দিন. তারপর কোন মাধ্যমে টাকা পাঠাইবেন বিকাশ, নগদ তা নির্বাচন করুন।তারপর উল্লেখিত টাকা পাঠিয়ে তার তথ্য দিয়ে কন্ফার্ম বাটনে চাপ দিনঅথবা প্যাকেজ মূল্য পরিশোধ করে আমাদের ইমেইলে জানিয়ে দিন